০৮:৫৫ অপরাহ্ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

রাজশাহীতে সেনাবাহিনী ও আরএমপি’র যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার-৩

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৬ ২০২৫ / 261 Read
রাজশাহীতে সেনাবাহিনী ও আরএমপি’র যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার-৩

রাজশাহীতে সেনাবাহিনী ও আরএমপি’র যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার-৩

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজার সংলগ্ন “ডক্টর ইংলিশ” নামক কোচিং সেন্টারে সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যৌথ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো: মো: মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩), মো: ফয়সাল (৩৫) এবং মো: রবিন (২৫)। অনিন্দ্য রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার মো: শফিউল আলম লাট্টুর ছেলে। ফয়সাল একই এলাকার মো: খলিলুর রহমানের ছেলে এবং রবিন একই থানার দড়ি খরবোনা এলাকার মৃত শামীমের ছেলে। অনিন্দ্য “ডক্টর ইংলিশ” নামের কোচিং সেন্টারের মালিক এবং সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

 

উল্লেখ্য যে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট (দিবাগত) রাত থেকে বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জে ১টি বাড়ী ও কোচিং সেন্টার ঘিরে রাখা হয়। আজ শনিবার, ১৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ মিনিট থেকে অভিযান শুরু হয়। অভিযানকালে মোন্তাসেরুল আলম অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল ও রবিনকে গ্রেফতার করা হয়।

 

 উদ্ধারকৃত মালামাল:

        তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি

        সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ

        ছয়টি দেশীয় অস্ত্র

        বিদেশি সাতটি ধারালো ডেগার

        পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট

        একটি সামরিক মানের জিপিএস

        একটি টিজার গান

        বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ

        বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড

        বিস্ফোরক যা বোমা বানানোর সরঞ্জামাদি

        ছয়টি কম্পিউটার সেট

        নগদ ৭,৪৪৫ টাকা

        বিভিন্ন দেশি ও বিদেশী মদ

        ১১টি নাইট্রোজেন কার্টিজ (নিস্ক্রিয়কৃত)

       

 অভিযান পরবর্তী কার্যক্রম:

 

নাইট্রোজেন কার্টিজগুলো আরএমপি’র বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিরাপদে নিস্ক্রিয় করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News