০৮:৫৫ অপরাহ্ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আরএমপির শাহমখদুম থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৫ ২০২৫ / 160 Read
আরএমপির শাহমখদুম থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেপ্তার

আরএমপির শাহমখদুম থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড় থেকে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত আসামি মো: আকাশ (২৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মো: সেলিমের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৩টায় ১ ব্যক্তি অফিস হতে বাড়ি ফিরছিলেন। তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম বাইপাস রোডের ফাঁকা স্থানে পৌছালে ৩ ব্যক্তি তার পথ রোধ করে। পরবর্তীতে তাকে মারধর করে তার স্কুটি, মোবাইল ফোন এবং কাছে থাকা নগদ ২শ টাকা ছিনতাই করে। ভুক্তভোগী শাহমখদুম থানায় ছিনতাইয়ের অভিযোগ করলে একটি নিয়মিত মামলা রুজু হয়। 

 

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম ও তার টিম গতকাল ১৪ আগস্ট ২০২৫ (দিবাগত) রাত পৌনে ৩ টায় শাহমখদুম থানার পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আকাশকে গ্রেপ্তার করে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ৫টি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আকাশকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News