আরএমপি নিউজ:রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায় পারিবারিক আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি নাইম আলী (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার এলাকার মো: মুক্তারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক আদালতে দায়েরকৃত একটি সিআর মামলায় আসামি নাইম আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে তিনি রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টটি শাহমখদুম থানায় মুলতবি ছিল।
আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ১৯ জুন ২০২৫ বিকালে শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাইম আলী শাহমখদুম থানার নওদাপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মো: আব্দুল্লাহেল বাকী ও তাঁর টিম গতকাল বিকাল সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি নাইমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।