০৬:২৮ অপরাহ্ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় ল্যাপটপসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

Admin
Posted By Admin
Updated জুন ১৯ ২০২৫ / 40 Read
রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় ল্যাপটপসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় ল্যাপটপসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় সংঘটিত ছিনতাইয়ের মামলার আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি মো: হেলাল (২৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। গত ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ দিবাবগত রাত সোয়া ৩ টায় চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ৭টা ২০ মিনিটে নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক নারী ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশাযোগে ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, পেন ড্রাইভ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুমানিক ৫০০ টাকা ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ডান হাতের আঙুল আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

 

মামলার তদন্তে নেমে মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখে মামলার আরেক আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো: হেলালের অবস্থান শনাক্ত করা হয়।

 

পরবর্তীতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অন্যান্য আলামত উদ্ধার করা সম্ভব। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News