০১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ১০ ২০২৫ / 84 Read
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত

Font Size:
Print

আরএমপি নিউজ: অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, পেট্রোল টিমের সমন্বয় শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ রুট ও পয়েন্টে উপস্থিতি নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা, জরুরি অবস্থায় রেসপন্স টাইম কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত হয়।

 

আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই ড্রিলে আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ড্রিল চলাকালীন টহল দল নগরীর গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনবহুল এলাকায় মহড়া পরিচালনা করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

 

টহলের রুটের মধ্যে ছিল-লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।

 

নগরবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আরএমপি নিয়মিত মহড়া, টহল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগ মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News