০৮:১০ পূর্বাহ্ন | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২ জন Logo রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত Logo রাজশাহী বিমান বন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৫ অনুষ্ঠান পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার মহোদয় Logo রাজশাহী মহানগরীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার Logo রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২ জন Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরএমপি’র মতবিনিময় সভা

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ১৬ ২০২৫ / 68 Read
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরএমপি’র মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরএমপি’র মতবিনিময় সভা

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

 

সভায় পুলিশ কমিশনার বলেন, বড় কোনো অনুষ্ঠান এককভাবে পুলিশের পক্ষে সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের মতো এবারও রাজনৈতিক দলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। তিনি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানান। পাশাপাশি, প্রতিটি দল থেকে একজনকে ফোকাল পারসন মনোনীত করে তাঁর মোবাইল নম্বর সরবরাহের অনুরোধ করেন, যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব কিংবা মিথ্যা তথ্যের কারণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোরও আহ্বান জানান তিনি।

 

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য তারা মনিটরিং সেল গঠন করবেন এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News