০১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে আটক দুই যুবক; উদ্ধার বিদেশি পিস্তল সদৃশ লাইটার ও চাকু

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ৩১ ২০২৫ / 803 Read
রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে আটক দুই যুবক; উদ্ধার বিদেশি পিস্তল সদৃশ লাইটার ও চাকু

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে আটক দুই যুবক; উদ্ধার বিদেশি পিস্তল সদৃশ লাইটার ও চাকু

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ আবির হোসেন (২৯) ও মোঃ রাজন আলী (২৮)। মোঃ আবির হোসেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে এবং মোঃ রাজন আলী চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

 

আরএমপি সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার একটি টিম চন্দ্রিমা থানার দায়রাপার্ক এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায়, মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় ৪ জন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীগণ পালানোর চেষ্টা করা কালীন আবির ও রাজনকে আটক করা হলেও অপর ২জন কৌশলে পালিয়ে যায়।

 

আটককৃতদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সদৃশ ফায়ার লাইটার, একটি পিস্তল কভার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক সহযোগী আসামিদের সনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News