০১:৩৮ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাসে জালিয়াতি চক্রের ৬ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ০৯ ২০২৬ / 911 Read
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাসে জালিয়াতি চক্রের ৬ জন গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাসে জালিয়াতি চক্রের ৬ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে নিজেদেরকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীদের নিকট থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, প্রার্থীদের এডমিট কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়ার অপরাধে অসাধু চক্রের সদস্য ১) মো: আল মামুন (৪২), পিতা: মো: শুকুর উদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ২) মো: মাহবুব আলম (৪৬), পিতা: মো: আব্দুস সাত্তার, সাং: নোনাভিটা, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী ৩) মোছা: আনজুয়ারা খাতুন (২৫), পিতা: মো: আলাউদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ৪) মো: জুলফিকার আলী (৪০), পিতা: মো: আকবর আলী, সাং: চক সুখদা, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ ৫) মো: নয়ন আলী (২৭), পিতা: ওমর আলী, সাং: হাট কালুপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ ৬) রায়হান কবির (৩০), পিতা: সাইফুল ইসলাম, সাং: দাওই, থানা: মান্দা, জেলা: নওগাঁকে ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে বোয়ালিয়া থানা ও আরএমপির ডিবি পুলিশ কর্তৃক উপশহরর সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সামনে থেকে এবং মালোপাড়া  কমিউনিটি ব্যাংকের বুথের সামনে হতে গ্রেপ্তার করা হয়। অসুস্থতার জন্য আসামি রায়হান কবির হাসপাতালে ভর্তি আছে।

 

তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১২, তারিখ ৯/১/২০২৬, ধারা ১৭০/ ৪০৬ /৪২০ দন্ডবিধি রুজু করা হয়েছে। এই চক্রে আরো অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের সনাক্ত করার চেষ্টা করা চলছে। এসময় আটককৃতদের নিকট থেকে বিভিন্ন ব্যাংকের ১২ টি ব্ল্যাংক চেক, ২১ টি স্টাম্প এবং আসামিদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ড আবেদন করা হবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News