০১:৩৮ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২০ ২০২৫ / 388 Read
আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটার পাক পুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কর্ণহার থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: দিলদার হোসেন বাবু (২৭) ও মো: উজ্জল হোসেন (২৬)। দিলদার রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মো: আলম দেওয়ানের ছেলে ও উজ্জল মহানগরীর কর্ণহার থানার তুরাপুর এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

 

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত সাড়ে ১০ টায় আরএমপি'র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম কর্ণহার থানার হুজুরীপাড়া মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ধর্মহাটার পাক পুকুর এলাকায় কতিপয় ব্যক্তিরা মাদক ক্রয়-বিক্রয় করছে। 

 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত এলাকা থেকে দুই আসামিকে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে আসামি মো: দিলদার হোসেন বাবুর কাছ থেকে ৭ পিচ এবং মো: উজ্জল হোসেনের কাছ থেকে ৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News