০১:৪১ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আরএমপি’র কাটখালী থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

Admin
Posted By Admin
Updated আগস্ট ২২ ২০২৫ / 784 Read
আরএমপি’র কাটখালী থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি’র কাটখালী থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাটখালী থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো: আকতার হোসেন (৫৫), মো: আলাউদ্দিন (৪৫), মো: জয়নাল আবেদীন (৫৭), মো: বাবুল আলী (৪০), মো: সেলিম (৪৫) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর কাটখালী থানার বাসিন্দা।

 

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে কাটখালী থানার এসআই মো: নদিম উদ্দীন ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় এক বাড়িতে কয়েকজন তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত ১২টায় কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস উদ্ধার হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায়  জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News