০১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ১৪ ২০২৫ / 232 Read
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

 

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে। পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।

 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ শুধু দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না বরং আরো এমন কিছু কাজ করে যেগুলো সাধারণত মানুষ লক্ষ্য করে না। তিনি বলেন, অনেক সময় পুলিশের কার্যক্রম জনগণের কাছে নেতিবাচক মনে হলেও বাস্তবে এসব কার্যক্রম নাগরিকের নিরাপত্তা, জীবন ও সম্পদ রক্ষার স্বার্থেই পরিচালিত হয়। যেমন ট্রাফিক চেকপোস্টে হেলমেট পরিধান নিশ্চিতকরণ এবং যানবাহনের কাগজপত্র যাচাই করন করা হয় মূলত দুর্ঘটনা প্রতিরোধ, আইনগত সুরক্ষার এবং জীবন রক্ষার জন্য। তাই হেলমেট ব্যবহার করা নাগরিকের নিজের নিরাপত্তার জন্যই জরুরি। 

 

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য আলাদা বিভাগ থাকলেও পুলিশ এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে মাদক নির্মূলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নাগরিকদের কাছ থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে। তথ্য দিতে সরাসরি ফোন করার প্রয়োজন নেই; মেসেজ বা অনলাইন মাধ্যমেও তথ্য দেওয়া যাবে। এ জন্য আরএমপি’র ফেসবুক পেজ, হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর চালু রয়েছে। সাম্প্রতিক উদ্ধার ও অভিযানগুলো প্রমাণ করে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পুলিশের ভালো কাজগুলোতে নাগরিকদের উৎসাহ ও সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী মহানগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

 

মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তাদের ভাষায়, এ উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ আরএমপির উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাবৃন্দ। 

 

ধন্যবাদান্তে- মোঃ গাজিউর রহমান পিপিএম, 

ডিসি সিটিটিসি ও মুখপাত্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News