০৩:০১ অপরাহ্ন | মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রকাশ্যে অস্ত্র বিতরণের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আরএমপির বক্তব্যঃ

Admin
Posted By Admin
Updated অক্টোবর ১৬ ২০২৫ / 138 Read
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রকাশ্যে অস্ত্র বিতরণের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আরএমপির বক্তব্যঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রকাশ্যে অস্ত্র বিতরণের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আরএমপির বক্তব্যঃ

Font Size:
Print

আরএমপি নিউজ: অদ্য ১৬/১০/২০২৫ তাং রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এরকম অস্পষ্ট দূর থেকে ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে "একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে"। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরা ফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। এটির খুব নিকটেই পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোন একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারন করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News